Rail NTPC, SSC, WBCS সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর উপযুক্ত জীবন বিজ্ঞানের 1500+ প্রশ্নোত্তর এখানে দেওয়া হল। পড়ুন, প্রস্তুতি নিন এবং সফল হোন!
Table of Contents
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1.ক্ষুদ্রান্তের C আকৃতির অংশকে কি বলে ?
উত্তরঃ- ডিও ডিনাম
2.কোণ স্তন্যপায়ী প্রাণীর RBC নিউক্লিয়াসযুক্ত হয় ?
উত্তরঃ- উট
3.প্রেগনেন্সি টেস্ট এ কোন হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয় ?
উত্তরঃ- হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন
4.আক্সীটোসিন হরমোন কিসের সাহায্য করে ?
উত্তরঃ- তরল মূত্র রেচনে
5.গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তরঃ- পাকস্থলীতে
6.কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
উত্তরঃ- অ্যাড্রেনালিন
7.বায়ো ইনডেক্স বলতে কি বোঝায় ?
উত্তরঃ- জন্মহার বা মৃত্যুহার
8.ভারতের পপুলেশন পলিসি কত সালে চালু হয় ?
উত্তরঃ- ১৯৭৬
9.রক্তে ইউরিয়া স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তরঃ- ১৮ থেকে ৩০ GM/100ML
10.ম্যাগনেসিয়াম এর পরিমাণ কত ?
উত্তরঃ- 2.7%
11.উদ্ভিদের C4 চক্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ- হ্যাঁচ ও স্ল্যাক
12.পিত্তরসে জলের পরিমাণ কত ?
উত্তরঃ- ৯০ থেকে ৯৮ শতাংশ
13.মূত্রে কোন অজৈব উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি হয় ?
উত্তরঃ- সোডিয়াম ক্লোরাইড
14.মূত্রথলির ধারণ ক্ষমতা কত ?
উত্তরঃ- ৭৫০ ML
15.বৃক্কের পাথর আসলে কি ?
উত্তরঃ- অক্সালেট এর কেলাস
16.পতঙ্গ দ্বারা পরাগ যোগ হলে তাকে কি বলে ?
উত্তরঃ- অ্যানটামোফিলি
17.সেন্ট্রোজোমের এর সেন্ট্রিও দুটিকে একসঙ্গে কি বলে ?
উত্তরঃ- ডিপ্রজোম
18.একটি উড়ুক্কু মাছের উদাহরণ দাও ?
উত্তরঃ- আক্সোকয়েটাস
19.রক্তের কোথায় হেপারিন উৎপন্ন হয় ?
উত্তরঃ- বিভিন্ন প্রকার শ্বেত রক্ত কণিকায়
20.EDTA রক্ত তঞ্চন বিরোধী হিসেবে কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ- ব্লাড ব্যাংকে
21.শিশুদের প্রোটিন অপুষ্টি জনিত রোগ কি ?
উত্তরঃ- মেরাসমাস ও কোয়াশিয়কর
22.জিরোপথ্যালামিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ- ভিটামিন A
23.শোয়ান কোষ কোথায় লক্ষ করা যায় ?
উত্তরঃ- স্নায়ু কোষ বা নিউরন
24.কোষ প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ?
উত্তরঃ- ক্যালসিয়াম
25.ওয়াটসন ও ক্রিক কত সালে DNA কোন নকশা তৈরি করেন ?
উত্তরঃ- ১৯৫৩
26.ভাইরাস শব্দের অর্থ কি ?
উত্তরঃ- বিষ
27.রুবেলা ভাইরাস কি রোগের জন্য দায়ী ?
উত্তরঃ- হাম
28.Ichthology কাকে বলে ?
উত্তরঃ- মৎস্য সম্পর্কিত বিজ্ঞান
29.পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গ কোনটি ?
উত্তরঃ- সারিংস
30.মাছের লাভাকে কি বলে ?
উত্তরঃ- ম্যাগট
31.পৃথিবীর বৃহত্তম ফল কোনটি ?
উত্তরঃ- Lodoicea
32.কোন গাছের মূলে কাটা থাকে ?
উত্তরঃ- নারকেল
33.পাট গাছের তন্তু উদ্ভিদের কলার কোন অংশ ?
উত্তরঃ- ফ্লএম তন্তু
34.পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ- লিন্ডারম্যান
35.ফিতা ক্রিমি যুক্ত শূকরের মাংসকে কি বলে ?
উত্তরঃ- Measly Pork
36.পৃথিবীর প্রথম শল্ল্য চিকিৎসার জনক কে ?
উত্তরঃ- সুশ্রুত
37.সিগারেটের ক্ষতিকারক উপাদান কি ?
উত্তরঃ- নিকোটিন ও কার্বন মনোক্সাইড
38.DNA কথাটির নামকরণ করেন কোন বিজ্ঞানী ?
উত্তরঃ- অল্ট মেন
39.কোন প্রাণীর গর্ভধারণকাল সবচেয়ে বেশি ?
উত্তরঃ- হাতি
40.কোন প্রাণীর দাঁত জন্মের আগেই বিনষ্ট হয় ?
উত্তরঃ- তিমি
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
41.ময়ূরের গড় আয়ু কত বছর ?
উত্তরঃ- 150 বছর
42.মানবদেহের মস্তিষ্কের ওজন কত ?
উত্তরঃ- ১.৩৬ কেজি
43.বিষাক্ত মাছের নাম কি ?
উত্তরঃ- স্টোন ফিস
44.কোন কোন ভিটামিন থাকে ভিটামিন ?
উত্তরঃ- C ও D
45.শুষ্ক উদ্ভিদ দেহে সংরক্ষণ পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ- হারবেরিয়াম
46.কোন ফার্ন বায়োফারটিলাই জার হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ- অ্যাজোলা
47.কোন যুগকে স্তন্যপায়ী যুগ বলা হয় ?
উত্তরঃ- সিনোজোয়ীক
48.যানবাহনের ধোঁয়ায় ক্ষতিকারক উপাদান কোনটি ?
উত্তরঃ- সিসা
49.হরমোন আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তরঃ- ১৯০৫
50.সবচেয়ে বড় পেশির নাম কি ?
উত্তরঃ- গ্লূটিয়াস
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
51.DNA এর দুটি তন্ত্রের মধ্যে দূরত্ব কত ?
উত্তরঃ- 20 A
52.রক্ত তঞ্চন না হওয়া রোগ কে কি বলে ?
উত্তরঃ- হিমোফিলিয়া
53.কোন প্রাণীর শ্বাস অঙ্গ বুকল্যাঙ ?
উত্তরঃ- মাকড়সা
54.লেণ্টীসেল উদ্ভিদের কোথায় থাকে ?
উত্তরঃ- কান্ডের ত্বকে
55.কত বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে ?
উত্তরঃ- 10 হাজার বছর
56.জনসংখ্যা বাড়ার লেখচিত্র কি আকারে প্রকাশ করা হয় ?
উত্তরঃ- S
57.WWF ভারতের কার্যকর হয় কত সালে ?
উত্তরঃ- ১৯৬৯
58.স্ত্রী লোকেদের ঋতুচক্রের কোন সময় সন্তান সম্ভাবনার জন্য উপযুক্ত ?
উত্তরঃ- ১০ থেকে ১৪ দিন
59.শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কিসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ?
উত্তরঃ- খনিজ লবণ
60.শ্বেত কণিকা কি পদ্ধতিতে .জীবাণু ধ্বংস করে ?
উত্তরঃ- ফ্যাগোসাইটিসিস
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
61. রজনগ্রন্থি আছে কোন উদ্ভিদে ?
উত্তরঃ- পাইন
62.মাইটোকনড্রিয়া কত কত শতাংশ প্রোটিন থাকে ?
উত্তরঃ- ৭০%
63.নীল জবা ফুলের পাপড়িতে কি ধরনের প্লাস্টিড থাকে ?
উত্তরঃ- ক্রোমোপ্লাস্টিড
64.কোষের পাওয়ার হাউস কোনটিকে বলে ?
উত্তরঃ- মাইটোকনড্রিয়া
65.মানুষের ফ্লেক্সার পেশির উদাহরণ কি ?
উত্তরঃ- বাইসেপস
66.ত্বকে উৎপন্ন হরমোনটির নাম কি ?
উত্তরঃ- ক্যালসিফেরোল
67.টিংচার আয়োডিন কি ?
উত্তরঃ- অ্যালকোহল ও আয়োডিন
68.বায়ুমন্ডলের কোন স্তরের এরোপ্লেন ওড়ানোর উপযুক্ত ?
উত্তরঃ- স্ট্যাটোসপিয়ার
69.স্নেলের সূত্র কি প্রকাশ করে ?
উত্তরঃ- আলোর প্রতিসরণ
70.ফুসফুঁসিও শিরা কোন প্রকোষ্ঠ যুক্ত হয়েছে ?
উত্তরঃ- বাম অলিন্দে
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
71.মনোট্রোপা নামক উদ্ভিদে কোন পুষ্টি পদ্ধতি দেখা যায় ?
উত্তরঃ- মৃতজীবী
72.সালোকসংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি ?
উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড
73.অরনিথিন চক্র দিয়ে ইউরিয়া কোথায় তৈরি হয় ?
উত্তরঃ- যকৃতে
74.ঠিকমতোতঞ্চন না হওয়া কে কি বলে ?
উত্তরঃ- হিমোফিলিয়া
75.বুকল্যাঙ কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?
উত্তরঃ- মাকড়সা
76.বায়োমেমব্রেন কাকে বলে ?
উত্তরঃ- কোষপর্দা কে
77.শুধুমাত্র ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত অনুজীব কে কি বলে ?
উত্তরঃ- প্রিয়ণস
78.সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি ?
উত্তরঃ- ইউক্যালিপটাস
79.মৃত জীবের বয়স নির্ণয়ে কি পদ্ধতি ব্যবহার করা হয় ?
উত্তরঃ- রেডিও কার্বন ডেটিং
80.রানী মৌমাছি কত দিন বাঁচে ?
উত্তরঃ- 2-3 বছর
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
81.কোন শাকে ভিটামিন A সর্বাধিক পরিমাণে থাকে ?
উত্তরঃ- ধনেপাতা
82.ক্যাট ফিস কোন মাছকে বলা হয় ?
উত্তরঃ- শিঙি মাগুর
83.সিলাকান্ত কি ?
উত্তরঃ- জীবন্ত জীবাশ্ম মাছ
84.ধান গাছের সবচেয়ে ক্ষতিকারক পেস্ট কি ?
উত্তরঃ- মাজরা পোকা
85.রেশম তন্তুর রঞ্জকের নাম কি ?
উত্তরঃ- জেণথোফিল কেরোটিন কেম্বসিন
86.রেশম মথের লাভাকে কি বলে ?
উত্তরঃ- পলু
87.মিষ্টি ফলে কি জাতীয় শর্করা থাকে ?
উত্তরঃ- ফড়ূক্টোজ
88.বড়ূনারের গ্রন্থি কোথায় থাকে ?
উত্তরঃ- ক্ষুদ্রান্তে
89.পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি ?
উত্তরঃ- উলফিয়া
90.চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় ?
উত্তরঃ- ব্লাঈণ্ড স্পট
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
91.এ ক্রোমোজোম নামটি কে দেন ?
উত্তরঃ- ওয়ালডিয়ার
92.ক্যামেলিয়া কোন গাছের গণ নাম ?
উত্তরঃ- চা গাছ
93.শ্রেণীবিন্যাসের একককে কি বলে ?
উত্তরঃ- টেক্সণ
94.ভারতে পালস পোলিও ঈমূনাইজেশোন কবে শুরু হয় ?
উত্তরঃ- ১৯৯৫
95.বদ্ধ জলাশয় শৈবালের বৃদ্ধি কে কি বলা হয় ?
উত্তরঃ- ইউট্রোফিকেশন
96.সুষম খাদ্য হলে দুধে কোন ভিটামিন থাকে না ?
উত্তরঃ- ভিটামিন C
97.মাইটোকন্ড্রিয়ায় শতকরা কত ভাগ প্রোটিন থাকে ?
উত্তরঃ- ৭০ পার্সেন্ট থাকে
98.নীল জবা ফুলের পাপড়িতে কোন প্লাস্টিড থাকে ?
উত্তরঃ- ক্রোমোপ্লাস্টিড
99.মটর গাছ কোন গোত্রের উদ্ভিদ ?
উত্তরঃ- শিম্বগোত্রীয় বা লিগুমীনাশি
100.ব্যাঙাচি আকৃতির একটি ভাইরাসের নাম কী ?
উত্তরঃ- ব্যাকটোরিওফাজ
জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✅ সুবিধাসমূহ
- 100% পরীক্ষাভিত্তিক প্রশ্ন
- Rail NTPC, SSC, WBCS, WBPSC-এর জন্য উপযোগী
- বাংলা ভাষায় সহজ ও সঠিক ব্যাখ্যা
- হ্যান্ডনোট বা PDF ফর্মে পড়ার জন্য আদর্শ
Read More..
- West Bengal Police WBP Constable syllabus in Bengali 2025
- West Bengal Police (wbp) WB SI syllabus in Bengali 2025
- WBCS SYLLABUS and EXAM PATTERN 2025
- Rail Group D Syllabus 2025 with PDF ।। রেলের গ্রুপ ডি সিলেবাস
- 50 Important Geography Questions And Answars ।। ভূগোলের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর 2025
- 50 Geography Important GK for Competitive Exam in Bengali PDF Part 2
- 50 History Important GK | ইতিহাসের গুরুত্বপুর্ণ GK
- Important Geography GK in Bengali Part 3 with PDF | ভূগোলের ৫০ টি গুরুত্বপুর্ণ জিকে