1500+ জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science GK for Rail NTPC, SSC, WBCS

Rail NTPC, SSC, WBCS সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর উপযুক্ত জীবন বিজ্ঞানের 1500+ প্রশ্নোত্তর এখানে দেওয়া হল। পড়ুন, প্রস্তুতি নিন এবং সফল হোন!

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1.ক্ষুদ্রান্তের C আকৃতির অংশকে কি বলে ?

উত্তরঃ- ডিও ডিনাম

2.কোণ স্তন্যপায়ী প্রাণীর RBC নিউক্লিয়াসযুক্ত হয় ?

উত্তরঃ- উট

3.প্রেগনেন্সি টেস্ট এ কোন হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয়  ?

উত্তরঃ- হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন

4.আক্সীটোসিন হরমোন কিসের সাহায্য করে ?

উত্তরঃ- তরল মূত্র রেচনে

5.গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়  ?

উত্তরঃ- পাকস্থলীতে

6.কোন হরমোন রক্তচাপ বাড়ায়  ?

উত্তরঃ- অ্যাড্রেনালিন

7.বায়ো ইনডেক্স বলতে কি বোঝায়  ?

উত্তরঃ- জন্মহার বা মৃত্যুহার

8.ভারতের পপুলেশন পলিসি কত সালে চালু হয়  ?

উত্তরঃ- ১৯৭৬

9.রক্তে ইউরিয়া স্বাভাবিক পরিমাণ কত  ?

উত্তরঃ- ১৮ থেকে ৩০ GM/100ML

10.ম্যাগনেসিয়াম এর পরিমাণ কত  ?

উত্তরঃ- 2.7%

11.উদ্ভিদের C4 চক্র কে আবিষ্কার করেন  ?

উত্তরঃ- হ্যাঁচ ও স্ল্যাক

12.পিত্তরসে জলের পরিমাণ কত  ?

উত্তরঃ- ৯০ থেকে ৯৮ শতাংশ

13.মূত্রে কোন অজৈব উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি হয়  ?

উত্তরঃ- সোডিয়াম ক্লোরাইড

14.মূত্রথলির ধারণ ক্ষমতা কত  ?

উত্তরঃ- ৭৫০ ML

15.বৃক্কের পাথর আসলে কি ?

উত্তরঃ- অক্সালেট এর কেলাস

16.পতঙ্গ দ্বারা পরাগ যোগ হলে তাকে কি বলে  ?

উত্তরঃ- অ্যানটামোফিলি

17.সেন্ট্রোজোমের এর সেন্ট্রিও দুটিকে একসঙ্গে কি বলে ?

উত্তরঃ- ডিপ্রজোম

18.একটি উড়ুক্কু মাছের উদাহরণ দাও  ?

উত্তরঃ- আক্সোকয়েটাস

19.রক্তের কোথায় হেপারিন উৎপন্ন হয়  ?

উত্তরঃ- বিভিন্ন প্রকার শ্বেত রক্ত কণিকায়

20.EDTA রক্ত তঞ্চন বিরোধী হিসেবে কোথায় ব্যবহৃত হয়?

উত্তরঃ- ব্লাড ব্যাংকে

21.শিশুদের প্রোটিন অপুষ্টি জনিত রোগ কি ?

উত্তরঃ- মেরাসমাস ও কোয়াশিয়কর

22.জিরোপথ্যালামিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়  ?

উত্তরঃ- ভিটামিন A

23.শোয়ান কোষ কোথায় লক্ষ করা যায়  ?

উত্তরঃ- স্নায়ু কোষ বা নিউরন

24.কোষ প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি  ?

উত্তরঃ- ক্যালসিয়াম

25.ওয়াটসন ক্রিক কত সালে DNA কোন নকশা তৈরি করেন  ?

উত্তরঃ- ১৯৫৩

26.ভাইরাস শব্দের অর্থ কি ?

উত্তরঃ- বিষ

27.রুবেলা ভাইরাস কি রোগের জন্য দায়ী  ?

উত্তরঃ- হাম

28.Ichthology কাকে বলে  ?

উত্তরঃ- মৎস্য সম্পর্কিত বিজ্ঞান

29.পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গ কোনটি  ?

উত্তরঃ- সারিংস

30.মাছের লাভাকে কি বলে ?

উত্তরঃ- ম্যাগট

31.পৃথিবীর বৃহত্তম ফল কোনটি  ?

উত্তরঃ- Lodoicea

32.কোন গাছের মূলে কাটা থাকে  ?

উত্তরঃ- নারকেল

33.পাট গাছের তন্তু উদ্ভিদের কলার কোন অংশ  ?

উত্তরঃ- ফ্লএম তন্তু

34.পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন  ?

উত্তরঃ- লিন্ডারম্যান

 35.ফিতা ক্রিমি যুক্ত শূকরের মাংসকে কি বলে ?

উত্তরঃ- Measly Pork

36.পৃথিবীর প্রথম শল্ল্য চিকিৎসার জনক কে   ?

উত্তরঃ- সুশ্রুত

37.সিগারেটের ক্ষতিকারক উপাদান কি  ?

উত্তরঃ- নিকোটিন ও কার্বন মনোক্সাইড

38.DNA কথাটির নামকরণ করেন কোন বিজ্ঞানী  ?

উত্তরঃ- অল্ট মেন

39.কোন প্রাণীর গর্ভধারণকাল সবচেয়ে বেশি ?

উত্তরঃ-  হাতি

40.কোন প্রাণীর দাঁত জন্মের আগেই বিনষ্ট হয় ?

উত্তরঃ- তিমি

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

41.ময়ূরের গড় আয়ু কত বছর  ?

উত্তরঃ- 150 বছর

42.মানবদেহের মস্তিষ্কের ওজন কত  ?

উত্তরঃ- ১.৩৬ কেজি

43.বিষাক্ত মাছের নাম কি  ?

উত্তরঃ- স্টোন ফিস

44.কোন কোন ভিটামিন থাকে ভিটামিন  ?

উত্তরঃ- C ও D

45.শুষ্ক উদ্ভিদ দেহে সংরক্ষণ পদ্ধতিকে কি বলে  ?

উত্তরঃ- হারবেরিয়াম

46.কোন ফার্ন বায়োফারটিলাই জার হিসেবে ব্যবহৃত হয় ?

উত্তরঃ- অ্যাজোলা

47.কোন যুগকে স্তন্যপায়ী যুগ বলা হয়  ?

উত্তরঃ- সিনোজোয়ীক

48.যানবাহনের ধোঁয়ায় ক্ষতিকারক উপাদান কোনটি  ?

উত্তরঃ- সিসা

49.হরমোন আবিষ্কৃত হয় কত সালে  ?

উত্তরঃ- ১৯০৫

50.সবচেয়ে বড় পেশির নাম কি  ?

উত্তরঃ- গ্লূটিয়াস

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

51.DNA এর দুটি তন্ত্রের মধ্যে দূরত্ব কত  ?

উত্তরঃ- 20 A

52.রক্ত তঞ্চন না হওয়া রোগ কে কি বলে ?  

উত্তরঃ- হিমোফিলিয়া

53.কোন প্রাণীর শ্বাস অঙ্গ বুকল্যাঙ  ?

উত্তরঃ- মাকড়সা

54.লেণ্টীসেল উদ্ভিদের কোথায় থাকে  ?

উত্তরঃ- কান্ডের ত্বকে

55.কত বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে  ?

উত্তরঃ- 10 হাজার বছর

56.জনসংখ্যা বাড়ার লেখচিত্র কি আকারে প্রকাশ করা হয় ?

উত্তরঃ- S

57.WWF ভারতের কার্যকর হয় কত সালে ?

উত্তরঃ- ১৯৬৯

58.স্ত্রী লোকেদের ঋতুচক্রের কোন সময় সন্তান সম্ভাবনার জন্য উপযুক্ত  ?

উত্তরঃ- ১০ থেকে ১৪ দিন

59.শারীরবৃত্তীয়  শুষ্ক মৃত্তিকায় কিসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ?  

উত্তরঃ- খনিজ লবণ

60.শ্বেত কণিকা কি পদ্ধতিতে .জীবাণু ধ্বংস করে ?

উত্তরঃ- ফ্যাগোসাইটিসিস

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

61. রজনগ্রন্থি আছে কোন উদ্ভিদে ?

উত্তরঃ- পাইন

62.মাইটোকনড্রিয়া কত কত শতাংশ প্রোটিন থাকে  ?

উত্তরঃ- ৭০%

63.নীল জবা ফুলের পাপড়িতে কি ধরনের প্লাস্টিড থাকে  ?

উত্তরঃ- ক্রোমোপ্লাস্টিড

64.কোষের পাওয়ার হাউস কোনটিকে বলে  ?

উত্তরঃ- মাইটোকনড্রিয়া

65.মানুষের ফ্লেক্সার পেশির উদাহরণ কি  ?

উত্তরঃ- বাইসেপস

66.ত্বকে উৎপন্ন হরমোনটির নাম কি  ?

উত্তরঃ- ক্যালসিফেরোল

67.টিংচার আয়োডিন কি  ?

উত্তরঃ- অ্যালকোহল ও আয়োডিন

68.বায়ুমন্ডলের কোন স্তরের এরোপ্লেন ওড়ানোর উপযুক্ত  ?

উত্তরঃ- স্ট্যাটোসপিয়ার

69.স্নেলের সূত্র কি প্রকাশ করে  ?

উত্তরঃ- আলোর প্রতিসরণ

70.ফুসফুঁসিও শিরা কোন প্রকোষ্ঠ যুক্ত হয়েছে ?

উত্তরঃ- বাম অলিন্দে

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

71.মনোট্রোপা নামক উদ্ভিদে কোন পুষ্টি পদ্ধতি দেখা যায়  ?

উত্তরঃ- মৃতজীবী

72.সালোকসংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি  ?

উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড

73.অরনিথিন চক্র দিয়ে ইউরিয়া কোথায় তৈরি হয়   ?

উত্তরঃ- যকৃতে

74.ঠিকমতোতঞ্চন  না হওয়া কে কি বলে  ?

উত্তরঃ- হিমোফিলিয়া

75.বুকল্যাঙ কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?

উত্তরঃ- মাকড়সা

76.বায়োমেমব্রেন কাকে বলে  ?

উত্তরঃ- কোষপর্দা কে

77.শুধুমাত্র ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত অনুজীব কে কি বলে ?

উত্তরঃ- প্রিয়ণস

78.সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি  ?

উত্তরঃ- ইউক্যালিপটাস

79.মৃত জীবের বয়স নির্ণয়ে কি পদ্ধতি ব্যবহার করা হয়  ?

উত্তরঃ- রেডিও কার্বন ডেটিং

80.রানী মৌমাছি কত দিন বাঁচে  ?

উত্তরঃ- 2-3 বছর

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

81.কোন শাকে ভিটামিন A সর্বাধিক পরিমাণে থাকে  ?

উত্তরঃ- ধনেপাতা

82.ক্যাট ফিস কোন মাছকে বলা হয় ?

উত্তরঃ- শিঙি মাগুর

83.সিলাকান্ত কি  ?

উত্তরঃ- জীবন্ত জীবাশ্ম মাছ

84.ধান গাছের সবচেয়ে ক্ষতিকারক পেস্ট কি  ?

উত্তরঃ- মাজরা পোকা

85.রেশম তন্তুর রঞ্জকের নাম কি  ?

উত্তরঃ- জেণথোফিল কেরোটিন কেম্বসিন

86.রেশম মথের লাভাকে কি বলে ?

উত্তরঃ- পলু

87.মিষ্টি ফলে কি জাতীয় শর্করা থাকে ?  

উত্তরঃ- ফড়ূক্টোজ

88.বড়ূনারের গ্রন্থি কোথায় থাকে  ?

উত্তরঃ- ক্ষুদ্রান্তে

89.পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি  ?

উত্তরঃ- উলফিয়া

90.চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়  ?

উত্তরঃ- ব্লাঈণ্ড স্পট

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

91.এ ক্রোমোজোম নামটি কে দেন ?

উত্তরঃ- ওয়ালডিয়ার

92.ক্যামেলিয়া কোন গাছের গণ নাম  ?

উত্তরঃ- চা গাছ

93.শ্রেণীবিন্যাসের একককে কি বলে  ?

উত্তরঃ- টেক্সণ

94.ভারতে পালস পোলিও ঈমূনাইজেশোন কবে শুরু হয়  ?

উত্তরঃ- ১৯৯৫

95.বদ্ধ জলাশয় শৈবালের বৃদ্ধি কে কি বলা হয়  ?

উত্তরঃ- ইউট্রোফিকেশন

96.সুষম খাদ্য হলে দুধে কোন ভিটামিন থাকে না  ?

উত্তরঃ- ভিটামিন C

97.মাইটোকন্ড্রিয়ায় শতকরা কত ভাগ প্রোটিন থাকে  ?

উত্তরঃ- ৭০ পার্সেন্ট থাকে

98.নীল জবা ফুলের পাপড়িতে কোন প্লাস্টিড থাকে ?

উত্তরঃ- ক্রোমোপ্লাস্টিড

99.মটর গাছ কোন গোত্রের উদ্ভিদ  ?

উত্তরঃ- শিম্বগোত্রীয় বা লিগুমীনাশি

100.ব্যাঙাচি আকৃতির একটি ভাইরাসের নাম কী ?

উত্তরঃ- ব্যাকটোরিওফাজ

জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সুবিধাসমূহ

  • 100% পরীক্ষাভিত্তিক প্রশ্ন
  • Rail NTPC, SSC, WBCS, WBPSC-এর জন্য উপযোগী
  • বাংলা ভাষায় সহজ ও সঠিক ব্যাখ্যা
  • হ্যান্ডনোট বা PDF ফর্মে পড়ার জন্য আদর্শ

Read More..

  1. West Bengal Police WBP Constable syllabus in Bengali 2025
  2. West Bengal Police (wbp) WB SI syllabus in Bengali 2025
  3. WBCS SYLLABUS and EXAM PATTERN 2025
  4. Rail Group D Syllabus 2025 with PDF ।। রেলের গ্রুপ ডি সিলেবাস
  5. 50 Important Geography Questions And Answars ।। ভূগোলের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর 2025
  6. 50 Geography Important GK for Competitive Exam in Bengali PDF Part 2
  7. 50 History Important GK | ইতিহাসের গুরুত্বপুর্ণ GK
  8. Important Geography GK in Bengali Part 3 with PDF | ভূগোলের ৫০ টি গুরুত্বপুর্ণ জিকে

youtube channel 

 

Leave a Comment