প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা RRB NTPC, SSC, UPSC এবং বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান অংশে ভালো স্কোর করতে সহায়তা করে। জীববিজ্ঞান এমন একটি শাখা যা জীবের গঠন, কার্যপ্রণালী এবং পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক ব্যাখ্যা করে। সেল বায়োলজি, জেনেটিক্স, মানব ও উদ্ভিদ শারীরতত্ত্ব, পরিবেশবিদ্যা এবং বায়োটেকনোলজি এই বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক কৌশলে প্রস্তুতি নিলে জীবন বিজ্ঞানে ভালো নম্বর পাওয়া সম্ভব।
1500+ Life Sciences for Competitive Exams Part 3
Life Sciences for Competitive Exams প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলি পড়ুন। বায়োলজি, পরিবেশবিদ্যা সহ আরও অনেক কিছু সহজভাবে জানুন।
1.জ্যান্ত ফিলের সংকেত কি ?
উত্তরঃ- C40H56O2
2.উর্ধ্বে মহাশিরা হৃদপিন্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয় ?
উত্তরঃ- ডান আলিন্দ
3.পূর্ণবয়স্ক মহিলাদের হৃদপিণ্ডের ওজন কত?
উত্তরঃ- গড়ে ২৫০ গ্রাম
4.অক্সানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় ?
উত্তরঃ- উদ্ভিদ বৃদ্ধির হার
5.মিথাইল কোবালা মাইন কি?
উত্তরঃ- এক ধরনের সিউডো ভিটামিন
আরও পড়ুন WBP Constable syllabus
6.কোন প্রাণীর রক্ত বেগুনি ?
উত্তরঃ- গোলকৃমি
7.কোন ভিটামিনের অভাবে ফেনোডোমা হয়?
উত্তরঃ- ভিটামিন ডি
- থ্রম্বপ্লাসটিন কোথা থেকে উৎপন্ন হয় ?
উত্তরঃ- অনুচক্রিকা
9.ব্লাড ব্যাংকে কি ধরনের তন্ত্রক রোধক ব্যবহার করা হয় ?
উত্তরঃ- সোডিয়াম সাইট্রেট
10.সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে ?
উত্তরঃ- ২০০ বছর
11.কোন শ্বেত রক্ত কণিকা এলার্জি প্রতিরোধ করে ?
উত্তরঃ- ইওসিনোফিল
12.চালতার ভোজ্য অংশটির নাম কি ?
উত্তরঃ- বৃত্তাংশ
13.মানব শরীরের জৈব রসায়নাগার কাকে বলে?
উত্তরঃ- যকৃৎ
14.কোন খাদ্য রসিকা দিয়ে বিশেষিত হয় ?
উত্তরঃ- ফ্যাট
15.লোহিত কণিকার বৃদধি কে কি বলে ?
উত্তরঃ- পলিসাইথেমিয়া
আরও পড়ুন WB SI syllabus
16.চর্বিকে উৎসেচক লাইপেজ কিসে পরিণত করে?
উত্তরঃ- ফ্যাটি এসিড ও গ্লিসারল
17.উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ- জিব্বরেলিন
18.নিষেক প্রক্রিয়া ছাড়া ফল উৎপন্ন হওয়াকে কি বলে ?
উত্তরঃ- পার্থেনোকারপি
19.লাক্ষা বা গালা আসলে কি ?
উত্তরঃ- কীটের শরীর থেকে নিঃসৃত রস
20.সূর্যের ব্যাস কত ?
উত্তরঃ- ১৩ লক্ষ ৮৪ হাজার কিমি
21.কোন বস্তুর ঘনত্ব বলতে কী বোঝায় ?
উত্তরঃ- প্রতি একক আয়তনের ভর
22.কোন কোন ধাতু মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় ?
উত্তরঃ- লোহা ও কার্বন
23.কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় ?
উত্তরঃ- তামা ও টিন
24.একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা দিলে তাকে কি বলে ?
উত্তরঃ- এপি স্ট্যাসিস
25.বাষ্পমোচন এর হার পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ- পোটোমিটার
আরও পড়ুন WBCS SYLLABUS
26.মানুষের মেরুদন্ডে অস্থির সংখ্যা কটি ?
উত্তরঃ- ৩৩ টি
27.কোন সবজিতে র্যাফাইড পাওয়া যায় ?
উত্তরঃ- কচু ও ওল
28.লেন্স পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তরঃ- ফ্যাকোমিটার
29.চাপের পরিবর্তন পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তরঃ- টেসি মিটার
30.জন্ডিসের সময় প্রাপ্ত বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয় ?
উত্তরঃ- হিমোগ্লোবিন
31.বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম কি?
উত্তরঃ- ঘৃতকুমারী বা অ্যালোভেরা
32.মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি কি ?
উত্তরঃ- পিনিয়াল গ্রন্থি
33.জীবাণুর ক্রিয়ায় মৃত পাতা কে কিসে পরিণত হয় ?
উত্তরঃ- হিউমাস এ
34.বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় ?
উত্তরঃ- B12
35.কোন বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন ?
উত্তরঃ- আইস ম্যান
36.চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়?
উত্তরঃ- লাইসোজোম
37.সদ্যোজাত শিশুদের প্রতি মিনিটে রিদস্পন্দন কতবার ?
উত্তরঃ- ১২০ বার
38.মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলে ?
উত্তরঃ- মেনিনজেস
39.পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে ?
উত্তরঃ- বহরমপুরে
40.জিনোটাইপ কথার প্রবক্তা কে ?
উত্তরঃ- রুহান সেন
Life Sciences for Competitive Exams
41.রক্ত তঞ্চনের সময় কতক্ষণ সময় দরকার ?
উত্তরঃ- পাঁচ থেকে সাত মিনিট
42.TYMV এর T এর অর্থ কি ?
উত্তরঃ- টার্নিপ
43.এন্ডপ্লাসমিক রেটিকূলাম এর কাজ কি ?
উত্তরঃ- স্টেরয়েড হরমোন সংশ্লেষ করা
44.মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত ?
উত্তরঃ- ০.৫ গ্রাম
45.মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় থাকে ?
উত্তরঃ- ৩০ টি
আরও পড়ুন Rail Group D Syllabus
46.সোডিয়াম গ্লাইকোলেট কি ?
উত্তরঃ- পিত্ত লবণ
47.ক্যালসিটনিন এর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ- অগ্নাশয়
48.গাড়ভোবতী মহিলাদের মূত্রের PH এর মান কত?
উত্তরঃ- ৭.৩
49.এরোপ্লেনের এয়ার ক্রাফট কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তরঃ- ডুরালীমিন
50.একটি রেট্রো ভাইরাসের উদাহরণ দাও ?
উত্তরঃ- HIV
Life Sciences for Competitive Exams
51.দুটি কূজ বিশিষ্ট উট কোথায় দেখা যায় ?
উত্তরঃ- মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে
52.কার কোষ বিভাজন ঘটে না ?
উত্তরঃ- ভাইরাসের
53.বাষ্পমোচন বিরোধী উপাদান গুলি কি কি ?
উত্তরঃ- অ্যাবসিসিক এসিড, ফিনাইল ও অ্যাসপিরিন
54.সোডিয়াম গ্লাইকোলেট কি ?
উত্তরঃ- পিত্ত লবণ
55.ক্যালসিটোনিন এর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ- অগ্নাশয়
আরও পড়ুন Geography Questions And Answars
56.কোন প্রাণী কত বছর পর্যন্ত না পাওয়া গেলে বিলুপ্ত হিসেবে ধরা হয় ?
উত্তরঃ- ৫০ বছর
57.মানুষের সবচেয়ে মজবুত হার কোনটি ?
উত্তরঃ- ফিমার
58.থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন ক্রোমোজোম?
উত্তরঃ- অটোজোম
59.স্তন্যপায়ী প্রাণীদের কত ধরনের দাঁত থাকে ?
উত্তরঃ- চার ধরনের
60.পতঙ্গদের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উত্তরঃ- কাইটিন
Life Sciences for Competitive Exams
61.উদ্ভিদ কোষ কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি ?
উত্তরঃ- শর্করা
62.কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়?
উত্তরঃ- হাইড্রোস্কোপ
63.জন্ডিসের সময় বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয় ?
উত্তরঃ- হিমোগ্লোবিন
64.জিনো টাইপ কথার প্রথম প্রবক্তা কে ?
উত্তরঃ- জোহান সেন
65.ক্লোরোফিল যুক্ত মূল পাওয়া যায় কোন গাছে ?
উত্তরঃ- পানি ফল
আরও পড়ুন Geography Important GK Part 2
66.কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয় ?
উত্তরঃ- ক্লোড়েলা
67.প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে ?
উত্তরঃ- জেণোফোন
68.অপ্রকৃত ফল কি কি ?
উত্তরঃ- আপেল, আনারস, কাঁঠাল
69.বৃতি ও দলমন্ডল কে আলাদা করা যায় না কোন ফুলে?
উত্তরঃ- রজনীগন্ধা
70.সবচেয়ে বড় ভাইরাস কি ?
উত্তরঃ- ভ্যারিওলা
Life Sciences for Competitive Exams
71.ক্লোরোফিলের মূল্ মৌল কোনটি ?
উত্তরঃ- ম্যাগনেসিয়াম
72.পানীয় জলে BOD এর স্বাভাবিক পরিমাণ কত হওয়া উচিত?
উত্তরঃ- 6ml/ltr
73.কপার-টি কি ?
উত্তরঃ- মহিলাদের গর্ভনিরোধক সরঞ্জাম
74.পুরুষদের হৃদপিণ্ডের ওজন কত ?
উত্তরঃ- ৩০০ গ্রাম
75.উৎসেচক সাবস্ট্রেট কোন বন্ধন থাকে ?
উত্তরঃ- হাইড্রোজেন বন্ধন
আরও পড়ুন ইতিহাসের গুরুত্বপুর্ণ GK
76.বোন ব্ল্যাকে কি কি উপাদান থাকে ?
উত্তরঃ- 10 ভাগ কার্বন ও ২ ভাগ ক্যালসিয়াম ফসফেট
77. PUARA কী?
উত্তরঃ- PROVIDING URBAN AMENITIES RURAL AREAS
78.গিনিপি ও খরগোশের রক্ত অঙ্গার কোন কাজে লাগে ?
উত্তরঃ- ওষুধ তৈরিতে
79.এন্টাসিড কি ?
উত্তরঃ- ক্ষার জাতীয় ওষুধ
80.সেন্ট্রিওল কে আবিষ্কার করেন ?
উত্তরঃ- বোভেরি
Life Sciences for Competitive Exams
81.কোষ বিভাজনের কোন দশায় বুকেস্টেজ দেখা যায় ?
উত্তরঃ- লেফটেটিং উপদশায়
82.ইন্টারসেক্স অবস্থা কাকে বলে?
উত্তরঃ- কোন জীব স্ত্রী বা পুরুষের মাঝামাঝি দশা প্রাপ্ত হলে?
- .কোন বৈশিষ্ট্য ফান জাতীয় উদ্ভিদে থাকে না
উত্তরঃ- বীজ সৃষ্টি
84.লেগ হিমোগ্লোবিন কি ?
উত্তরঃ- এক ধরনের লৌহ গঠিত রঞ্জক যা উদ্ভিদের অর্বুদে অবস্থান করে ও নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে
85.টাইফয়েডের জীবাণুর আকৃতি কেমন ?
উত্তরঃ- দন্ডা কার
আরও পড়ুন Geography GK in Bengali Part 3
86.ক্যাপশীড আবরণের একক গুলিকে কি বলে ?
উত্তরঃ- ক্যাপসে মিয়ার
87.ক্ষুদ্রতম ও বৃহত্তম ভাইরাসের নাম কি ?
উত্তরঃ- ক্ষুদ্রতম – রাইনো ভাইরাস
বৃহত্তম – ভেরিওলা
88.কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয়?
উত্তরঃ- ক্লোরেলা, সারগা মাছ ও লামেনারিয়া
89.নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন?
উত্তরঃ- গোলাকার
90.কার জীবনচক্রে টড়ূলা দশা দেখা যায়?
উত্তরঃ- মিউকরের
Life Sciences for Competitive Exams
91.কে প্রথম কেঁচো কে কৃষকের বন্ধু বলেন ?
উত্তরঃ- ডারউইন
92.কোন দুটি প্রাণী স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে ?
উত্তরঃ- প্লাটিপাস ও ট্যাঁকাই গ্লসাস
93.মানব দেহে নেফ্রনের কাজ কি ?
উত্তরঃ- রক্ত পরীসরুতকরণ
94.পুকুরে কেন চুন দেওয়া হয় ?
উত্তরঃ- জলের অম্লতা হ্রাস করতে ও রোগ প্রতিরোধ করতে
95.ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি?
উত্তরঃ- প্যান্টো থেনিক অ্যাসিড
আরও পড়ুন জীবনবিজ্ঞানের জিকে
96.গন্ধক কোন ভিটামিনের থাকে?
উত্তরঃ- ভিটামিন B1
97.পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?
উত্তরঃ- নয়টি
98.স্থলজ ও জলজ উদ্ভিদের মধ্যে কাদের পত্র সংখ্যা বেশি ?
উত্তরঃ- জলজ
99.ল্যাকটিক এসিড থেকে কত কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
উত্তরঃ- 36 KCAL
100.বায়োটা কি ?
উত্তরঃ- কোন নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ
আরও পড়ুন জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
Life Sciences for Competitive Exams
আমাদের চ্যানেল লিঙ্ক youtube channel